নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, উপজেলার মৈনম ইউনিয়ন চেয়ারম্যানের মোড়ের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ রাস্তার উপর পড়ে ছিল। সকালে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে লাশটি উদ্ধার করা হয়।
লাশটির পরিচয় শনাক্ত করার মত তেমন কোনো তথ্য পায়নি পুলিশ। তবে লাশের পরিহিত জ্যাকেট, চাদর ও লুঙ্গি জব্দ করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর