বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের নসরতপুর গ্রামের ফসলি জমিতে দীর্ঘদিন ধরেই চলে আসছে রমরমা জুয়ার আসর। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাখ লাখ টাকা জুয়া খেলা হয় সেখানে।
স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় জুয়ার আসর চলায় জুয়াড়িদের বিরুদ্ধে প্রতিবাদ করারও সাহস পান না স্থানীয়রা।
বুধবার স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় সংবাদকর্মীরা নসরতপুর গ্রামে জুয়ার আসরে পৌঁছানোর আগেই ১৫-২০ জন জুয়াড়ি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। এসময় তারা জুয়া খেলার প্রায় ৬ বান্ডিল তাস ও বসার চট ফেলে রেখে যায়।
নসরতপুর গ্রামের কৃষক আজিবর রহমান, আব্দুস সাত্তার ও নায়েব আলী জানান, স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় নসরতপুর গ্রামে দীর্ঘদিন ধরে খোলা মাঠে জুয়ার আসর চলছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক লোক এখানে লাখ লাখ টাকা দিয়ে জুয়া খেলতে আসে।
জুয়াড়িরা প্রশাসনের চোখ ফাঁকি দিতে বিশ্বহরিগাছা বাজার, নসরতপুর পাকা রাস্তা ও ফড়িংহাটা ও সাতপাকিয়া এলাকায় পাহারা বসিয়ে নসরতপুর গ্রামের ফসলি জমিতে জুয়া চালায়। স্থানীয় প্রভাবশালী জুয়াড়িদের ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলারও সাহস পায় না।
বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ধুনট উপজেলায় জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং কয়েকটি মামলাও দায়ের করা হয়েছে। তবে নসরতপুর এলাকায় জুয়ার আসরের বিষয়ে কেউ অবগত করেনি। তারপরও কার নেতৃত্বে সেখানে জুয়া চলছে, এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই