ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি আদালত চত্বর প্রদক্ষিণ করে।
মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ. আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট নজরুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট এহতেশামুল হক চৌধুরী জুয়েল, অ্যাডভোকেট অজয় দাস, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবু কাউসার খান মিলকি, জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন রুবেল, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অ্যাডভোকেট ইফতেখারুল ইসলাম পাভেল প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল