বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের ৯৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করেই ভোটাররা কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন। তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম।
উপনির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী নাছরিন আক্তার পুটি প্রতীক, কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিল্পী বেগম, ফুটবল প্রতীকের প্রার্থী ফিরোজা বেগম ও পদ্মফুল প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী নাজনীন পারভীন।
গত ২১ মার্চ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমের মৃত্যুতে শূন্য হওয়া এই পদের উপনির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেয়া হলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ দলীয় প্রার্থী দেয়া হয়নি। তাই ভোটকেন্দ্রগুলোতে বিএনপির বেশকিছু চিহ্নিত নেতাকর্মীর ভোট দিতে দেখা গেলেও নৌকার প্রার্থী না থাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের তেমন দেখা যায়নি। এ কারণে নেই নির্বাচনী আমেজ। বলা চলে একেবারেই নিরুত্তাপ ভোট।
বেলা একটায় উপজেলার কুসুম্বী ইউনিয়নের মালিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের উপস্থিতি একেবারেই কম। এমনকি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে দুইজনের এজেন্ট বুথে বসে আছেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত তার কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে ২ হাজার ৫৮০ জন ভোটার রয়েছে। দুপুর একটা পর্যন্ত ১৩৭ জন নারী-পুরুষের ভোট পড়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি, র্যাবের ৬টি, পুলিশের ৬টি ও আনসারের ১টি টিম চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দিচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন