বেনাপোল কাস্টম হাউসের ভোল্ট ভেঙে ২০ কেজি সোনা চুরির মামলায় সহকারী রাজস্ব কর্মকর্তা ভোল্ট পরিদর্শক শাহবুল সরদারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ।
মামলার তদন্তকারী সংস্থা সিআইডি আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু মঙ্গলবার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সহকারী রাজস্ব কর্মকর্তা শাহবুল সরদার রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজলোর বাধুঁলী খালপাড়ার মৃত জালাল সরদারের ছেলে। ভোল্টের লকারের চাবি শাহবুলের কাছে থাকত বলে জানা গেছে।
গত বছরের ৯ নভেম্বর লকার থেকে চুরি হয়ে যায় ২০ কেজি স্বর্ণ। তবে লকারে থাকা আরও ২২ কেজি স্বর্ণ, বৈদেশিক মুদ্রাসহ অন্যান্য সম্পদ অক্ষত অবস্থায় ছিল।
এ ঘটনায় কাস্টমের যুগ্ম-কমিশনার শহীদুল ইসলামকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. এমদাদুল হক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় গত বছরের ১১ নভেম্বর একটি মামলা দায়ের করেন।
যশোরের সিআইডি পরিদর্শক জাকির হোসেন বলেন, ১ বছর আগে বেনাপোল কাস্টম হাউজের লকার থেকে সোনা চুরি গেলেও তা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় এনজিও আজিবর, শাকিল ও সহকারী রাজস্ব কর্মকর্তা শাহবুল সরদারকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই