গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।
আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত চলা এ কর্মসূচিতে জেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ২ লাখ ৭৫ হাজার ৭৩১ জন শিশুকে এই টিকা দেয়া হবে বলে মতবিনিময় সভায় বলা হয়।
এছাড়া এই কর্মসূচিতে ৪৩২ জন টিকাদানকারী ও ৬৪৮ জন স্বেচ্ছাসেবী পুরো জেলা ঘুরে ঘুরে এই টিকা প্রদান করবেন। জেলার ৪টি পৌরসভা ও ৬৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই কর্মসূচি চলবে।
আজকের মতবিনিময় সভায় ডা. সাকিবুর রহমান, ডা. ফাবিয়া হান্নান ও জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর