কুড়িগ্রামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে ও স্টেডিয়াম মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো: সাঈদ হাসান লোবান, জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন, সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশের দ্রুততম নারী ফওজিয়া হুদা জুঁই।
এসময় জাতীয় পর্যায়ে জুনিয়র গ্রুপে দ্রততম নারী কুড়িগ্রামের রেখা আক্তারকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল