বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনার স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারীরা।
রবিবার বরগুনা প্রেসক্লাব চত্বরে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল কবির।
এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রিয়াজুল কবির, সাফিয়া বেগম, আল মামুন, গোলাম কিবরিয়া, ইসমাইল হোসেন, হাসান মাহমুদ ও মাহমুদা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্বের চেতনায় সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকতে চাই। মানববন্ধন শেষে একটি র্যালি শহরের সদর রোড় প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এমআই