কিশোরগঞ্জে ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমানের মৃত্যুরহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। আজ রবিবার সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা আতিকের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, ঘটনাস্থলের আলামত ও আতিকের লাশের অবস্থা বিবেচনায় এটি নিছক সড়ক দুর্ঘটনা হতে পারেনা। তারা অবিলম্বে তার মৃত্যুরহস্য উদঘাটনের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি জ্যোতির্ময় রায়, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সাগর, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান সুমন, সদস্য হাফিজুর রহমান, নিহত আতিকের ছোট ভাই আহসানুল আদিল প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর কিশোরগঞ্জ-চামটা সড়কের করিমগঞ্জ উপজেলার মন সন্তোষ এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার কোমরের বেল্ট খোলা, মাথার পিছন ও চোখের নিচে আঘাতের চিহ্ন ছিল।
এ ব্যাপারে নিহত আতিকের পিতা সৈয়দ আবু সাহিদ বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।
বিডি প্রতিদিন/আবু জাফর