কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপ-নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় তিন সাংবাদিক আহত, গাড়ি ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।
হামলায় গুরুতর আহত স্থানীয় পত্রিকার সাংবাদিক আশিকুর রহমান আশিক বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার ব্রাহ্মণপাড়া থানায় মামলাটি করেন।
আসামিরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরের মাজেদুলের ছেলে সাজ্জাদ হোসেন (২৭), আবদুল আজীজের ছেলে গোলাম কিবরিয়া বিল্লাল (৩৩), বাবুল মিয়ার ছেলে গাজী রনি, মনিরুল ইসলাম সরকারের ছেলে বায়েজীদ সরকার (২৪), আবু তাহের মোল্লার ছেলে আবু কাউছার (৪০), মফিজুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪০), কাহতান ভূঁইয়ার ছেলে সাইদুর রহমান সোহাগ (৪২), আবদুল লতিফের ছেলে বাদশা মিয়া (৩৫), হারুনুর রশিদের ছেলে শাহিন (৩২) এবং একই এলাকার মৃত শাহজাহান ভুঁইয়ার ছেলে এনামুল হক (৩৫)। বাকি আসামিরাও দুলালপুরের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থীর সমর্থকদের অন্তত ৫০ জন সংবাদকর্মীদের ওপর হামলা চালান। তখন মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, সাংবাদিক আশিকুর রহমান আশিক গুরুতর আহত হন।
ব্রহ্মণপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ফয়সল উদ্দিন জানান, ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ