সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-পিকআপের সংঘর্ষে তুহিন রেজা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের আরও দুই যাত্রী।
আজ রবিবার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের চড়িয়া শিকার দক্ষিণপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত তুহিন রেজা দিনাজপুর জেলার বিরামপুরর থানার আইড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক বাকি বিল্লাহ জানান, হাটিকুমরুল থেকে গ্লাস বোঝাই পিকআপ ভ্যানটি উল্লাপাড়া যাবার পথে চড়িয়া শিকার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শাহজাদপুর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের যাত্রী যুবক তুহিন রেজা মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করা হয় এবং যানবাহন দুটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর