কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মাঠে নেমেছে বিএনপির মনোনীত প্রার্থী। দলীয় প্রতীক ধানের শীষ পেয়ে উপজেলা নেতাদের নিয়ে প্রচারণা শুরু করেছে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল আজিজ মুসুল্লী।
শনিবার বিকেলে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিএনপির কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে সক্রিয় থাকলে বিজয় নিশ্চয়ই আসবে। পরে ভোটারদের কাছে গিয়ে দোয়া ও ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এসময় কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফারুক, মুছা তাওহীদ নান্নু মুন্সী, শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা যুবদল সভাপতি গাজী আক্কাস, কুয়াকাটা পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন বাবুল ভূইয়া, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদারসহ উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে কুয়াকাটা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ভোটার ৮ হাজার ১২২ জন। মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিডি প্রতিদিন/এমআই