নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘুরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজের একদিন পর সবুজ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরিদল। নিহত সবুজ রাজধানী ঢাকার কোনাপাড়া আদর্শবাগ এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, গত ১৫ দিন আগে শাহনাজের সঙ্গে সবুজ মিয়ার বিয়ে হয়। শাহনাজ বেগম সবুজ মিয়ার দ্বিতীয় স্ত্রী। শনিবার সন্ধ্যায় তাকে নিয়ে সবুজ মিয়া নিজ বাড়ি থেকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন।
এসময় সবুজ মিয়া মাথা ঘুরে নদীতে পড়ে যান। পরে শাহনাজ বেগমের ডাক-চিৎকারে নৌকার মাঝি ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি করলেও সবুজ মিয়াকে পাওয়া যায়নি।
পরে পরিবারের লোকজন ঢাকায় ডুবুরি ইউনিটকে খবর দিলে তারা রবিবার সকালে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। রবিবার দুপুরে চনপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে সবুজের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা হেড অফিসের ডুবুরি ইউনিটের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই