লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে গুরুতর আহত হয়ে আবু তালেব (৩২) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপনে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১২ ডিসেম্বর) রাতে ওই যুবকের মৃত্যু হয়।
পাটগ্রাম থানা পুলিশ, সীমান্ত এলাকার একাধিক সূত্র ও এলাকাবাসি জানান, গত ১০ ডিসেম্বর ভোরে সীমান্তের ৮৪৪ নম্বর মেইন পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীদের ৫/৬ জনের একটি দল ভারত থেকে গরু আনতে যান। এ সময় ভারতের ১৪৮ চ্যাংরাবান্ধা বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলিতে শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গিরপাড় গ্রামের কমর উদ্দিন ওরফে শাহীনের ছেলে আবু তালেব (৩২) গুরুতর আহত হন। গুলিতে আহত আবু তালেব এর সঙ্গীরা তাকে উদ্ধার করে গোপনে রংপুরের একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় দু’দিন পর শনিবার রাতে তার মৃত্যু হয়। পাটগ্রাম থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে রবিবার (১৩ ডিসেম্বর) সকালে ময়না তদন্তের জন্য লালমনিরহাট মর্গে প্রেরণ করে।
পাটগ্রাম উপজেলার বুড়িমারী বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর কোম্পানি কমান্ডার খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, লাশ উদ্ধার করে রবিবার ময়না তদন্তের জন্য লালমনিরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে আবু তালেবের বড় ভাই আবু ছায়েদ একটি মামলা দায়ের করেছে।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হকের সাথে কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন