কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
রবিবার বিকেলে এ বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড় থেকে শুরু হয়ে ডাচ বাংলা ব্যাংকের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামদ বেপারী, আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক আবুল ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আহম্মেদ আজিজ প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন