বরিশালের গৌরনদীতে ইয়াবা মামলার আসামি শাকিল ঘরামীকে ৮ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত শাকিল ঘরামী ওই উপজেলার সুন্দরদী এলাকার মৃত আক্কাস আলী ঘরামীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালেল ১১ অক্টোবর ওই উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে শাকিল ঘরামীকে ২৯৬ পিস ইয়াবাসহ আটক করে র্যাব-৮। এ ঘটনায় র্যাবের ডিএডি মো. কামরুল ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামলা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার