মুন্সীগঞ্জে গভীর রাতে শহরের বিভিন্ন অলিগলি ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন পিপিএম। গতকাল রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তার পরিবারের সদস্যদের নিয়ে জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ছিন্নমূল মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। লঞ্চঘাট, বাসস্টান্ড, শহরের ফুটপথে নানা স্থানে থাকা ছিন্নমূল মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রচন্ড শীতে অসহায় শীতার্ত মানুষগুলো শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য এসপি মোমেন ও তার পরিবারের জন্য দয়া করেন।
পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বলেন, বাংলাদেশ পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। হোক তা প্রকাশ্যে অথবা গোপনে অথবা নিরবে। তারই ধারাবাহিকতায় রাতে শীতবস্ত্র নিয়ে বের হয়ে দেখলাম এই শীতে মানুষ কত কষ্ট করে দিনযাপন করছে। তাই তাদের পাশে একটু দাড়ানোর চেষ্টা করেছি। গভীর রাতে বের হয়েছি কারণ এতে প্রচারটা কম হবে তাই। শীত বস্ত্র দিতে পেরে ভালও লেগেছে। কারণ সামান্য হলেও তাদের উপকার হয়েছে। আমি আশা করছি দেশের বিত্তবান মানুষ শীতার্তদের পাশে দাড়াবে। এ ব্যাপারে বর্তমান বাংলাদেশ সরকারও সোচ্চার রয়েছেন। সরকারের অনুদানের কোন কমতি নাই। সরকারের পাশাপাশি বেসরকারি লোকজনকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এছাড়াও তিনি জেলার ৬টি থানার সকল পুলিশ কর্মকর্তাদের এই শীতে যার যার অবস্থান থেকে যার যার সাধ্যমতো শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর আহ্বান জানান। যাতে শীতে কোন মানুষ কোনো প্রকার কষ্ট না পায় মানুষ গুলো ভালো ভাবে জীবনযাপন করতে পারে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ