নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে ফরিদপুর জেলা বিএনপি।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কোর্ট পাড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাডঃ হাবিবুর রহমান হাফিজ, যুগ্ম-আহ্বায়ক আশরাফ হোসেন, যুবদল সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন