জামালপুরের সরিষাবাড়ীতে জিতেন চন্দ্র নট্র (৪২) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ওই গ্রাম পুলিশের নিজ বাড়ির পিছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তরিকুল ইসলাম জানান, উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামেরজিতেন চন্দ্র নট্রর গ্রাম পুলিশের একজন সদস্য। সে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে হতাশায় ভুগছিলেন। গতকাল রবিবার (১০ জানুয়ারি) মধ্যরাতে সে তার বসতঘর থেকে হঠাৎ নিখোঁজ হন।
তিনি আরও জানান, তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ভোরে বাড়ির পিছনের আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করে পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ