বগুড়ার রাজাপুরে মমতাজ-মাছুমা ফাউন্ডেশনের উদ্যোগ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় মেঘাগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন হৃদয়ে বগুড়ার আয়োজনে কম্বল বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হৃদয়ে বগুড়ার প্রধান উপদেষ্টা ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বেচান। বিশেষ অতিথি ছিলেন আব্দুস সালাম বাবু।
এসময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন রহমান, ওয়ার্ড আ’লীগের সভাপতি সামছুল ইসলাম, আব্দুল মান্নান, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, শাহীন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেন অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার