খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা. মুন্সি মোহম্মদ রেজা সেকেন্দারকে খুলনা আবু নাসের হাসপাতালের পরিচালক পদে বদলি করা হয়েছে। ওই হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামী গত ২৬ নভেম্বর চাকরি থেকে অবসর নিয়েছেন।
এদিকে, একই আদেশে খুমেক হাসপাতালের সাবেক পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদকে পুরানো কর্মস্থল খুমেক হাসপাতালে বদলি করা হয়েছে। ২০২০ সালের ৩১ মার্চ তাকে পাবনা মানসিক হাসপাতালে বদলি করা হয়। প্রায় নয় মাস পর আজ সোমবার ডা. মঞ্জুর মোর্শেদ খুমেক হাসপাতালে যোগ দেন। এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়।
গত ১০ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার সাক্ষরিত আদেশে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। জানা যায়, ডা. মঞ্জুর মোর্শেদ পুরানো কর্মস্থলে ফিরে আসায় সহকর্মীরা তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ