জয়পুরহাটসহ সারাদেশের চিনিকল বন্ধের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক দলের নেতৃবৃন্দ। সোমবার সকালে জয়পুরহাট চিনিকল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চিনিকল শ্রমিক সংগঠনের সাবেক সেক্রেটারি দেওয়ান বদিউজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফী রতন,বিপ্লবী ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য আনসার আলী দুলাল, জেলা বাম জোটের সমন্বয়ক আব্দুর রশিদ, বাসদের সমন্বয়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ অন্য নেতৃবৃন্দ।
পরে একটি বিক্ষোভ মিছিল চিনিকল সড়ক প্রদক্ষিণের পর জয়পুরহাট জেলা সিপিবি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ