পড়ালেখায় আগ্রহী ও জীবনমান উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি। ৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে একটি করে স্কুল ব্যাগ, ৬টি খাতা, ১২টি কলম, ১২টি পেন্সিল একটি করে জ্যামিতি বক্সসহ বেশ কিছু শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের হাকিমপুরে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, হাকিমপুর উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চেয়ারম্যান রূপলাল তির্কিসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/আল আমীন