রাজবাড়ী জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।
প্রধান বক্তা ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। রাজবাড়ী জেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যড. জামাল হোসেন মুন্না, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম, জাতীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম খান নকীব, আব্দুর রহমান, লক্ষণ দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান।
বর্ধিত সভা শেষে আবু বক্কর খানকে আহ্বায়ক এবং মোস্তফা মোহাম্মদ হেনা মুন্সী, হাসিবুল হাসান তুহিন, ডা, আব্দুল রহিম এবং বিপ্লব কুমার বিশ্বাসকে যুগ্ন আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ