জোড়া হত্যা মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে থাকায় খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এসএম দ্বীন ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব মো. আবু জাফর রিপন সাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সালের ৭ আগষ্ট ছাগলাদাহ ইউনিয়নের পহড়ডাঙ্গা গ্রামে হিরু শেখ ও তার ছেলে নাঈম শেখকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত হিরু শেখের স্ত্রী মাহফুজা বেগম। তদন্ত শেষে ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এ মামলায় চেয়ারম্যান দ্বীন ইসলাম গ্রেফতার হলে তার শাস্তির দাবিতে মানববন্ধন, মিছিল সমাবেশ করে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ