খুলনা মহানগরীতে স্বল্প দূরত্বে যাতায়াতের পর্যাপ্ত সংখ্যক গণপরিবহন (লোকাল বাস) চালুসহ পাঁচ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীদের সংগঠন আগুয়ান-৭১ ও নিরাপদ সড়ক চাই (নিসচা)। বুধবার নগরীর দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধনে দাবি আদায়ের আল্টিমেটাম দেওয়া হয়।
দাবিগুলো হচ্ছে- লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি উচ্ছেদ, মাহেন্দ্র সিএনজি ইজিবাইকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, কেডিএ’র আওতাধীন রূপসা-শিপইয়ার্ড সড়কসহ ভাঙ্গা সড়ক সংস্কার।
বক্তারা বলেন, খুলনা শহরের মধ্যে যাতায়াতে লোকাল বাস না থাকায় শিক্ষার্থীসহ নানা শ্রেনীপেশার মানুষকে অতিরিক্ত ভাড়ায় ভোগান্তি পোহাতে হয়। এছাড়া অবৈধ যানবাহনে শহরে যানজট বাড়ছে।
বক্তারা বলেন, এক মাসের মধ্যে খুলনায় বিআরটিসি’র দোতলা বাস চালু ও লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি উচ্ছেদ করতে হবে। অন্যথায় উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব। উপস্থিত ছিলেন খুলনা জেলা আগুয়ান-৭১ এর সভাপতি আবিদ শান্ত। বক্তৃতা করেন সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. আলী, সংগঠনের নেতা নজরুল ইসলাম, এল কে টফি, ইমদাদ আলী, রৌফুন শাম্মী, সাদমান তুষার।
বিডি প্রতিদিন/এ মজুমদার