পঞ্চগড়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় খেলোয়াড়দের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুদান বিতরণ করা হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক ও পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. সাবিনা ইয়াসমিন অনুদানের টাকা বিতরণ করেন।
এসময় পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদত সম্রাট, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ জেলা ক্রিড়া সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবার পঞ্চগড় জেলার ৪৫ জন দুঃস্থ ও অসহায় খেলোয়াড়কে জনপ্রতি ৭ হাজার করে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা অনুদান প্রদান দেয়া হয়।
অনুদান পাওয়া খেলোয়াড়রা বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের যে অনুদান প্রদান করা হলো তা পেয়ে আমরা খুব খুশি। অনুদান খেলাধুলার জন্য আরও প্রেরণা যোগাবে।
বিডি প্রতিদিন/এমআই