ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৯২ জন ভূমিহীনদের মাঝে ঘরসহ জমির দলিল বিতরণ করা হয়েছে। জমি নাই-ঘর নাই এই সকল ভূমিহীনদের মধ্যে দলিল বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভূমি অফিসের সামনে সকল ভূমিহীনদের মধ্যে দলিল প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ঘর নাই-জমি নাই (ক) শ্রেণির ভূমিহীনদের ঘরসহ জমির দলিল প্রদান করা হয়েছে। আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৯২ জনের মধ্যে এসকল দলিল বিতরণ করা হয়েছে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, কাননগো মো. জাকির হোসাইন, অফিস সহকারী মো. লুৎফর রহমান, অফিস সহকারী নাজির মো. সেলিম খান।
বিডি প্রতিদিন/আবু জাফর