১৪ জানুয়ারি, ২০২১ ২০:০৯
অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া স্মরণে

কসবায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মরহুম অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া স্মরণে গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলার সৈয়দাবাদ গ্রামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

সৈয়দাবাদ খান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সিরাজুল হক বাচ্চু মিয়া স্মৃতি স্মরণে গত ৬ ডিসেম্বর এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়।

সিরাজুল হক বাচ্চু আইনমন্ত্রী আনিসুল হকের বাবা। এছাড়া তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌশলী ও কসবা-আখাউড়ার সাবেক সাংসদ ছিলেন।

খেলায় বিভিন্ন এলাকার ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে সৈয়দাবাদ খান স্পোর্টিং ক্লাব ও বাদৈর স্পোর্টিং ক্লাব ফাইনালে উন্নীত হয়। বুধবার রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলায় সৈয়দাবাদ খান স্পোর্টিং ক্লাবকে ৩-২ ম্যাচে হারিয়ে বাদৈর স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করে। খেলা পরিচালনায় ছিলেন মো. ইকরাম চৌধুরী ও এনামুল হক খান।

সৈয়দাবাদ গ্রামের শিল্পপতি আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সৈয়দাবাদ এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল আলম খান বেদন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক আলী রেজা পলাশ, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোহাম্মদ এমরাহান, সাবেক সহসভাপতি মো. ইব্রাহীম।

সঞ্চালনায় ছিলেন বিনাউটি ইউপি ছাত্রলীগ সভাপতি মো. শাহরিয়া। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর