১৪ জানুয়ারি, ২০২১ ২২:১৪

কসবায় ধানের চারা রোপণের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবায় ধানের চারা রোপণের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাইস ট্রান্স প্লান্টারের মাধ্যমে বোরো হাইব্রিড ধান সূবর্ণ-৩- এর চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে চারা রোপণের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ-উল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার আনোয়ার হোসাইন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ৫০ একর জমিতে বোরো হাইব্রিড ধান সূবর্ণ-৩-এর চারা  রোপনের ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর