ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে একতা হাসি সংঘের আয়োজনে অসহায় দরিদ্র এতিমদের মাঝে কম্বর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে এ কম্বল দেওয়া হয়।
জেলা সদরের আকচা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায়, এতিম, দারিদ্র, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় সংগঠনের সদস্যবৃন্দ সমাজের দারিদ্র-অবহেলিত অসহায় মানুষের পাশে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার আহবান জানান।
কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: রেদওয়ানুল হক মিলন। তিনি বলেন, উত্তরের জেলা ঠাকুরগাঁও হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় শীতের তীব্রতা প্রচণ্ড বেড়ে যায়। এসময় নিম্ন আয়ের মানুষেরা অনেক কষ্টে দিনাতিপাত করে। তাদের চাই একটু ভালোবাসা। তাদের পাশে এগিয়ে আসা আমাদের নাগরিক দায়িত্ব।
উক্ত কর্মসূচীতে সংগঠনের সভাপতি মো: দেলোয়ার হোসেন, সহ- সভাপতি খুরশেদ আলম, সাধারণ সম্পাদক হ্নদয় ইসলাম সহ সংগঠনটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ