১৯ জানুয়ারি, ২০২১ ০৯:৫১

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ

মানিকগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ

ঘন কুয়াশায় রাত তিনটা থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। এসময় যাত্রী ও পরিবহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি। উভয় ঘাটে সৃষ্টি হয়েছে যানজট। পারের অপেক্ষায় শতশত যানবাহন। দুর্ভোগে পড়েছে মাঝ নদীতে ও ঘাটে আটকে পড়া যাত্রী ও পরিবহন শ্রমিকরা। গতকালও এই নৌরুটে ঘনকুয়াশায় সোয়া ১০ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি'র পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোঃ মহিউদ্দীন রাসেল জানান, রাত তিন টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় এই নৌরুটের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘনকুয়াশায় নৌপথ দেখতে না পেরে মাঝ নদীত যাত্রী ও পরিবহন বোঝাই ৩টি ফেরি আটকা পড়ে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পারের অপেক্ষায় আটকে পড়ে যাত্রীবাহীবাস, পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ি। এই রুটে বর্তমানে ১৬ টি ফেরি রয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর