১৯ জানুয়ারি, ২০২১ ১২:২৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

অনলাইন ডেস্ক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যানে পরে অবস্থানেই রয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়। মঙ্গলবার সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশশিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মো. ফরমান আলী এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দুই থেকে চার দিনের মধ্যে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি নামার সম্ভাবনাও রয়েছে।
 
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. জাহেদুল ইসলাম মাসুম বলেন, দুই থেকে একদিন আগেও শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলাজুড়ে বয়ে গেছে মাঝারি শৈত্যপ্রবাহ। এখন সেটা স্বাভাবিক হয়েছে। তবে শীতের তীব্রতা আর বাড়ার সম্ভাবনা নেই।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর