২৪ জানুয়ারি, ২০২১ ১৬:৩৪

কলাপাড়ায় আম্ফানে ক্ষতিগ্রস্ত ১৩শ’ পরিবারকে খাদ্য সহায়তা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় আম্ফানে ক্ষতিগ্রস্ত ১৩শ’ পরিবারকে খাদ্য সহায়তা

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ১৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার বালিয়াতলী পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন গুড নেইবারস্ আয়োজনে ও জাপান বাংলাদেশ প্লাটফর্মেও অর্থায়নে এসব খাদ্যসহায়তা বিতরণ করা হয়। এসময় উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, গুড নেইবারস্’র প্রগ্রাম অফিসার সমিরণ বিশ্বাস, প্রজেক্ট ম্যানেজার কিরণ বাড়ৈসহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ৪০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি তেল ও ২ কেজি লবন তুলে দেয়া হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর