২৪ জানুয়ারি, ২০২১ ১৬:৪৩

নেত্রকোনায় সুয়াই খাল পুনঃখনন শুরু

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় সুয়াই খাল পুনঃখনন শুরু

নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারের মধ্য দিয়ে প্রবাহিত সুয়াই খালটি অবশেষে দীর্ঘ সময় পর দখলমুক্ত করে এর নাব্যতা ফিরিয়ে আনার জন্য খালটি পুনঃখনন কাজ শুরু হয়েছে।

রবিবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ড, উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম লিটন এবং গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশরাফ আলী ফকির।

উল্লেখ্য, খাল খনন প্রকল্পটি ৩৭ লাখ টাকায় বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম লিটন জানান, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের পিছন দিক দিয়ে প্রবাহিত দখল করা চার হাজার মিটার পর্যন্ত এই খালটি খনন করা হবে।

স্থানীয় কিছু লোক খালটি দখল করে মাটি ভরাটের কাজ করছিল। ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এরই প্রেক্ষিতে খালটি দখলমুক্ত করে খনন কাজ করা হচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর