২৮ জানুয়ারি, ২০২১ ১৩:১০

গোমাসেতুর নিচ দিয়ে লঞ্চ চলাচলের উপযোগী করে নির্মাণের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

গোমাসেতুর নিচ দিয়ে লঞ্চ চলাচলের উপযোগী করে নির্মাণের দাবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটি নদী দিয়ে ঢাকাগামী লঞ্চ চলাচলের উপযোগী করে গোমা পয়েন্টে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গোমা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

গোমা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ বাজার কমিটির সভাপতি শিপন খান। বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ওবায়েদুল হক বাদল গাজী, মুক্তিযোদ্ধা নুর হোসেন খান, স্বপন খান, হেনোয়ার গাজী, শিক্ষক জলিল মুন্সি, আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেন গাজী, সাজিদ খান ও আনোয়ার হোসেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, গোমা সেতুর নির্মাণ কাজ শুরুর পর বাকেরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের বাসিন্দারা স্বপ্ন বুনতে শুরু করেছিল। সেতুটি নির্মাণের সময় উচ্চতার বিষয়টি চিন্তা না করেই নির্মাণ কাজ শুরু করে কর্তৃপক্ষ। গোমা সেতু যে উচ্চতায় করা হয়েছে তার নিচ দিয়ে ঢাকাগামী লঞ্চ চলাচল করতে পারবে না। এ কারণে কারিগরি জটিলতায় মাঝ পথে সেতু নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় সেতুর নিচ দিয়ে ঢাকাগামী লঞ্চ চলাচলের ব্যবস্থা রেখে সেতুর অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান বক্তারা।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর