দেশের সকল উপজেলাকে স্বর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কৈশরকালীন পুষ্টি উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে লিডার‘স মিড উপলক্ষে কিশোর-কিশোরীদের মেলা বসেছিল নীলফামারীতে।
শনিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্থানীয় জেলা শিল্পকলা অডিটরিয়ামে এ কর্মসূচির যৌথ আয়োজন করে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ও নির্ভিক টিভি ডট কম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যোগ দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। অন্যান্যের মধ্যে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়ার সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলার ছয় উপজেলার ৬০টি স্বর্ণ কিশোর-কিশোরী ক্লাব গঠন করার লক্ষ্যমাত্রা অর্জন করায় নীলফামারীকে নির্ভিক জেলা হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও ক্লাব গঠনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সাতজন লিডারকে মেডেল দেয়া হয়।
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কিশোর-কিশোরী ক্লাব গঠন করে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সঠিক পুষ্টি নিশ্চিতকরণসহ মোট ছয়টি ইনডিগেটর বাস্তবায়নে কাজ করছেন এসব কিশোর-কিশোরী।
বিডি প্রতিদিন/এমআই