নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নের ৬০টি গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সিংড়ায় নিজ নির্বাচনী এলাকার সুবিধাভোগী এসব পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস ও সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজিসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই