বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চরপাওয়ার এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু আটক করা হয়। শুক্রবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়েছে।
জানা যায়, বরিশালের বিভিন্ন চর থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার খবরে শুক্রবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এসময় অবৈধভাবে চরের মাটি কাটার অভিযোগে মেহেন্দিগঞ্জের জাংগালিয়ার খালেদ হাওলাদারকে তিন মাস, মানিকগঞ্জের ঘিওর এলাকার বায়োজিদ হাসানকে এক মাস ও জামালপুরের সরিষাবাড়ি এলাকার শিমুল মিয়াকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন।
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই