ময়মনসিংহের হালুয়াঘাটে স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ ফ্রন্টলাইনের ১৫ ক্যাটাগরির প্রায় ১৫ হাজার মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা দেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রথম পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ৮ হাজার ডোজ টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে।
গত বৃহস্পতিবার পাঠানো এই টিকার ডোজগুলো গ্রহণ করেছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
টিকা কর্মসূচি প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনীর আহমেদ জানান, রবিবার (৭ ফেব্রুয়ারী) সারাদেশের ন্যয় করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। ইতোমধ্যে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যকর্মী ও সিনিয়র নার্সদের টিকা প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি বুথে ভ্যাকসিন দেয়া হবে। প্রতিটি বুথে স্বাস্থ্যকর্মী ও সিনিয়র নার্সরা কাজ করবেন। ভ্যাকসিন পেতে হলে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে প্রত্যেক ব্যক্তিকে। অনলাইনে নিবন্ধন করে টিকা দেয়া কর্মসূচি উন্মুক্ত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে উপজেলার প্রায় ১৫ হাজার মানুষকে টিকা কর্মসূূচির আওতায় আনা হবে। রেজিষ্ট্রেশন কার্যক্রমে অল্প সংখ্যক আবেদন জমা পড়েছে। এ বিষয়ে আরো সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল