লক্ষ্মীপুরে ১ম ধাপে বিভিন্ন পেশার সম্মুখযোদ্ধা ৩০ হাজার জনকে করোনাভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একযোগে জেলার ৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মোট ১১টি বুথে এ কার্যক্রম শুরু হয়।
এদিন ২ হাজার ২০০ জনকে টিকা দেয়া হচ্ছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষে জেলা সদর হাসপাতালে করোনার টিকা নেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।
এদিকে রামগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি ড. আনোয়ার হোসেন খান। এ সময় তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, অনেকেই করোনার টিকা নিয়েছেন। তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তাই গুজবে কান না দিয়ে নির্ভয়ে টিকা নিন।
বিডি প্রতিদিন/আবু জাফর