যশোরে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বেলা পৌণে ১২টায় যশোর জেনারেল হাসপাতাল কম্পাউন্ডে নিজে টিকা গ্রহণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যার সাইফুজ্জামান পিকুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ চিকিৎসক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে হাসপাতালের টিকা প্রদান কেন্দ্রে প্রথম টিকা গ্রহণ করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এরপর জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক, প্রেসক্লাব সভাপতিসহ সরকারি কর্মকর্তা, কর্মচারি, চিকিৎসক ও সেবিকারা টিকা গ্রহণ করেন।
টিকা গ্রহণকারীরা জানিয়েছেন, কোন ঝামেলা ছাড়াই তারা টিকা নিয়েছেন এবং সুস্থ বোধ করছেন।
সিভিল সার্জন জানিয়েছেন, গতকাল পর্যন্ত ৫ হাজার ৪৭১ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ১২টি কেন্দ্রে ৩৩টি মেডিকেল টিম টিকা প্রদান করছে। আজ ৮৪২জনকে টিকা প্রদানের প্রস্তুতি রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা