চাঁদপুরে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল ১১ টায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি মুঠোফোনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। এরপর চাঁদপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা: সুজাউদ্দৌলা রুবেল, সিনিয়ার নার্স ফেরদৌসী জাহান লাভলী, অতিরিক্ত পুলিশ সুপার, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ ২০জন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল