বীর মুক্তিযোদ্ধাদের টিকা প্রদানের মধ্য দিয়ে শার্শা উপজেলায় শুরু হলো করোনা প্রতিষেধক টিকাদান কর্মসূচি। এ উপলক্ষ্যে রবিবার বুরুজবাগান স্বাস্থ্য কেন্দ্রে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় স্থানীয় সংসদ সদস্য (এমপি) শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান, ডাক্তার, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বুরুজবাগান স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ডা. আবু ইউসুফ জানান, যশোর জেলার মধ্যে সর্বোচ্চ ৯২২ জন শার্শা উপজেলায় টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন, যা জেলার সবকয়টি উপজেলার একত্রের সমান। টিকা প্রদানের প্রথমদিনে ১২ জন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন বয়সি ৬০ জনকে টিকা প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই