পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশজুড়ে উন্নয়ন হয়। তার ধারাবাহিকতায় শরীয়তপুরেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। আর যাতে উন্নয়ন কর্মকান্ডের গুনগত মান ঠিক থাকে সেই লক্ষ্যেও আমরা নজর রাখছি।
তিনি রবিবার নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার বিভিন্ন সড়ক উন্নয়ন কাজ এবং যেসব সড়কের উন্নয়ন প্রয়োজন সে সকল সড়ক পরিদর্শ এবং স্থানীয় লোনসিং উচ্চ বিদ্যালয়ের ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন নবনির্মিত একাডেমিক ভবন এবং বিদ্যালয়েল পাশে ভেঙ্গে যাওয়া সড়ক পরিদশন করে এসব কথা বলেন। তিনি লোনসিং গ্রামের কিছু মাটির সড়ক পরিদর্শনও করেন। এসময় গ্রামবাসীকে সড়কগুলো পাকাকরণের আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/হিমেল