‘শিক্ষার সর্বস্তরে বাংলা ইশারা ভাষা, দেখাবে আলোর দিশা’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে বাংলা ইশারা দিবস পালিত হয়েছে। রবিবার দিনাজপুর বধির ইনস্টিটিউটের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক।
বক্তারা বলেন, দেশে ১২ প্রকার প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। প্রতিবন্ধীরা আমাদের সন্তান। তাদের অভিব্যক্তি ইশারায় প্রকাশ করার সুযোগ করে দিতে হবে। শুধু বাক প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা জানা দরকার নয়, আমাদেরও জানতে হবে। আমরা সবাই চেষ্টা করব বাংলা ইশারা ভাষা জানতে। দিনাজপুর জেলায় ৪ হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের বাদ দিয়ে শিক্ষার সর্বস্তরে বাংলা ইশারা ভাষা বাস্তবায়ন করা সম্ভব নয়।
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বধির ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনিন আক্তার ও দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহ নেওয়াজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী নেত্রী অনামিকা পাণ্ডে, সিডিডি’র প্রকল্প কর্মকর্তা শৈলেন চন্দ্র রায় ও সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তানজিতা পারভীন সীমা প্রমুখ। আলোচনা সভায় বাংলা ইশারা ভাষায় অনুবাদ করেন বাংলা ইশারা ভাষা বিশেষজ্ঞ রাবেয়া বেগম।
বিডি প্রতিদিন/এমআই