কুমিল্লার লাকসামে মুখোশ পরিহিত একদল ডাকাত পিস্তল ও অস্ত্র দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি চালিয়েছে।
শনিবার গভীর রাতে পৌরসভার উত্তরকুল ও উপজেলার পোলইয়া গ্রামে পৃথক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল নগদ টাকা সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, পৌরসভার উত্তরকুল গ্রামের গরু ব্যবসায়ী বিল্লাল হোসেনের বাড়ির লোকজন ঘুমন্ত থাকাবস্থায় মুখোশ পরিহিত ১০/১২ জনের ডাকাত দল বসতঘরের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে প্রথম ও দ্বিতীয় তলার প্রতিটি কক্ষে প্রবেশ করে পরিবারের সদস্যদের পিস্তল, চাপাতি দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে এবং জিনিসপত্র ভাংচুর করে ডাকাতি চালায়।
একইদিন রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলইয়া গ্রামের মৃত সাফায়েত উল্লাহ মজুমদারের বাড়িতে একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন ও পরিবারের লোকজনদের মারধর করে ৩টি ঘরের জিনিসপত্র ভাংচুর করে নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণালংকার সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পৃথক ডাকাতির ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, অভিযোগ প্রাপ্তির পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন