শেরপুরের শ্রীবরদী উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আক্রাম হোসেন (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক যুবক উপজেলার সীমান্ত অঞ্চল বালাকোণা এলাকার আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্ত অঞ্চল হারিয়াঘোনা দিয়ে সীমান্ত পিলার (পিলার নম্বর ১০৯৪) পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল আক্রাম। এসময় বিএসএফের হাতে ধরা পড়েন তিনি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আক্রামকে ফিরিয়ে আনতে বিজিবি পতাকা বৈঠক করেছে বিএসএফের সাথে।
এসময় উপস্থিত ছিলেন বিএসএফে’র এসি অতুল কুমার ও বিজিবির কোম্পানি কমান্ডার ফারাজুল ইসলাম ও কর্ণঝোড়া বিওপি ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল লতিফ।
কর্ণঝোড়া বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমানা অতিক্রমের অভিযোগে বিএসএফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে বলে পতাকা বৈঠকে বিজিবিকে নিশ্চিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান জানান, শনিবার মধ্যরাতে আক্রাম হোসেন বাংলাদেশের সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় বিএসএফ তাকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখিয়েছে বিএসএফ।
বিডি প্রতিদিন/এমআই