ফরিদপুরের চরভদ্রাসনে পরিমাপ যন্ত্রের ভেরিফিকেসন ও স্ট্যাম্পিং না থাকায় সদর বাজারের দুই দোকানিকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টার দিকে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার এ অভিযান পরিচালনা করেন। জরিমানা প্রদানকারী ব্যক্তিরা হলেন সদর বাজারের মিষ্টি ব্যবসায়ী দিপু সরকার ও মো. আলমগীর হোসেন।
আদালত সূত্রে জানা যায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী বিএসটিআই কর্তৃক পরিমাপ যন্ত্রের ভেরিফিকেসন সনদ ও ষ্ট্যাম্পিং থাকতে হবে। এ বিষয়ে জেনেও তা পালন না করায় তাদের জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর বিএসটিআই এর পরিদর্শক মো. রফিক আজাদ, চরভদ্রাসন থানার উপপরিদর্শক অতুল জোয়ারদার, পেশকার মো. মানোয়ার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন