সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ মঙ্গলবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে দেবি সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। পূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্ডপে ঢাকের শব্দ আর ঊলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো টাঙ্গাইল।
সকালে পূজারীরা স্নান করে পবিত্র হয়ে পূজা মন্ডপে আসতে থাকেন। তারা পূজার পুরোহিতকে সহযোগিতা করেন এবং দেবী সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করেন। এসময় করোনা ভাইরাসসহ সকল অপশক্তির প্রভাব থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পূজা উপলক্ষে মন্ডপগুলোতে করা হয়েছে আলোকসজ্জা।
বিডি প্রতিদিন/হিমেল